ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

লভ্যাংশ ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২০
লভ্যাংশ ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসইর পর্ষদ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে সিএসইর নিট মুনাফা হয়েছে ৩১.৮৮ কোটি টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন‌্য দশমিক ৫০ টাকা। আলোচ্য সময়ে সিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৮০ টাকা। আগের বছরে একই সময়ের মুনাফা হয়েছিল ৩৯.০৭ কোটি টাকা এবং ইপিএস ছিল ০.৬২ টাকা।

ঢাকা/এনএফ/ইভা    

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়