ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৯১ কোটি ৪৬ লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২০  
ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৯১ কোটি ৪৬ লাখ টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিগত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৩৬ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ব্লক মার্কেটে ৯১ কোটি ৪৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  গত সপ্তাহে ১ কোটি ৪৮ লাখ ৩ হাজার ১১৬টি শেয়ারের বিপরীতে ৫৪ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন হয়। পুরো সপ্তাহে ২৬৩ বার হাত বদলে শেয়ারগুলো লেনদেন হয়েছে।

তথ্য মতে, ব্লক মার্কেটে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।  লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৯ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মার ৯ কোটি ২২ লাক ২ হাজার টাকার শেয়ার, তৃতীয় অবস্থানে থাকা এসকে ট্রিমসের ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার, চতুর্থ অবস্থানে থাকা ফাইন ফুডসের ৩ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার, পঞ্চম অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার টাকার শেয়ার, ষষ্ঠ অবস্থানে থাকা বারাকা পাওয়ারের ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার, সপ্তম অবস্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার, অষ্টম অবস্থানে থাকা এমএল ডাইং ২ কোটি ৩৩  লাখ ৪০ হাজার টাকার শেয়ার, নবম অবস্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার এবং দশম অবস্থানে থাকা ফু-ওয়াং ফুডের ১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

এনএফ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়