ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতে ১৭০০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২০
পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতে ১৭০০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক

দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে।  যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৭০০ কোটি টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের সদর দপ্তর এ অনুমোদন দেয়।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় বলছে, মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় বড় ও ছোট পাইপের মাধ্যমে ছয় লাখ গ্রামীণ মানুষকে নিরাপদ ও পরিষ্কার পানি সরবরাহ করা হবে।  এর আওতায় ৩৬ লাখ গ্রামীণ মানুষকে স্যানিটেশন সেবা দেওয়া হবে। এর মাধ্যমে বাসায় ও জনবহুল জায়গায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির (হাতধোয়া) ব্যবস্থা করা সম্ভব হবে। যা করোনাভাইরাস প্রতিরোধেও সহায়ক হবে।

এক বিবৃতিতে ব্যাংকটির বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মারসি টেম্বন বলেন, সবার জন্য পানি সরবরাহ এবং উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারপরও মানবসম্পদ উন্নয়নে মানসম্মত পানি সরবরাহ ও স্যানিটেশনের ক্ষেত্রে সমস্যা রয়েছে।  এই প্রকল্পের মাধ্যমে পরিষ্কার পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।  যা ডায়রিয়া কমাতে, পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখবে।  বিশেষ করে অরক্ষিত শ্রেণির মানুষ বেশি সুবিধা পাবেন। বাংলাদেশের দারিদ্র্য দূর করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ পানি বিশেষজ্ঞ ও এই প্রকল্পের দল প্রধান রোকেয়া আহমেদ বলেন, জলবায়ুর প্রভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।  আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে খাবার পানির মান ও সহজলভ্যতা কমার মাধ্যমে এ দেশের ওয়াশিং সেক্টরকে ক্ষতিগ্রস্ত করবে। জলবায়ু সহিঞ্চু পানি ও স্যানিটেশন সুবিধা গড়ে তুলতে এবং উপরিভাগের ও ভূগর্ভস্থ পানির দূষণ রোধেও এই প্রকল্প ভূমিকা রাখবে।

এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনাকে সামনে রেখে এই প্রকল্পে হতদরিদ্র মানুষের আচরণ পরিবর্তনে ৩৯ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকা খরচের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে পরামর্শ সেবার জন্য খরচ করা হবে ২৬ কোটি ৯৭ লাখ ১২ হাজার, হাতধোয়া স্টেশন স্থাপনের জন্য খরচ করা হবে ২৮ কোটি ৫০ লাখ টাকা।

হাসনাত/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়