ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মার্জিন ঋণের ফের নতুন নির্দেশনা বিএসইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২০
মার্জিন ঋণের ফের নতুন নির্দেশনা বিএসইসির

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্জিন ঋণের ক্ষেত্রে ফের নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নতুন নির্দেশনা জারি করেছে কমিশন। তবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নির্দেশনা জারির পর স্টেকহোল্ডারদের সমালোচনার মুখে ৭ দিনের মাথায় নতুন মার্জিন ঋণের নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ৪০০১ থেকে ৭০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৭০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে। বিএসইসির নতুন এ নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগের নির্দেশনায় উল্লেখ ছিল, ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১-৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০ এর উপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

উল্লেখ‌্য, বর্তমানে মার্জিন ঋণের সর্বোচ্চ হার ১:০.৫০।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়