ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিদেশ ভ্রমণ: সাড়ে ৯ কোটি টাকার প্রস্তাবের বিপরীতে বরাদ্দ ২ কোটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২০  
বিদেশ ভ্রমণ: সাড়ে ৯ কোটি টাকার প্রস্তাবের বিপরীতে বরাদ্দ ২ কোটি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি প্রকল্পে ‘বিদেশ ভ্রমণ’ খাতে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় অংশ নেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌরুটের ৯০০ কিলোমিটার অংশে ড্রেজিং করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এ প্রকল্পে বিদেশ ভ্রমণ খাতে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পে বিদেশ ভ্রমণ খাতে ৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। একনেক সভায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা বিদেশ সফরের জন‌্য বরাদ্দ দেবো। তবে অযৌক্তিক বরাদ্দ দেবো না।’

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়