ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইউনিয়ন ক্যাপিটালে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২০  
ইউনিয়ন ক্যাপিটালে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত

পুঁজিবাজারে আর্থিকখাতে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালে ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

কর্পোরেট গর্ভন্যান্স যথাযথভাবে পরিপালন এবং ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনার লক্ষ্যে তাদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির ৭৪২তম সভায় এ সিদ্ধান্ত হয়। 

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন ক্যাপিটালের সঙ্গে কমিশনের আলোচনা হয়। আলোচনায় প্রতিষ্ঠানটি তাদের পরিকল্পনা ও সার্বিক বিষয় পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি নতুন অর্ডার অনুযায়ী ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীতকরণের সিদ্ধান্ত হয়। কোম্পানির মাধ্যমে কর্পোরেট গর্ভন্যান্স কোড পরিপালন ও কোয়ার্টালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাখিল সংক্রান্ত কিছু ব্যত্যয় পরিলক্ষিত হয়েছে।

সার্বিক বিবেচনায় ইউনিয়ন ক্যাপিটালের কর্পোরেট গর্ভন্যান্স কোড যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনার লক্ষ্যে কমিশন দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/এনটি/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়