ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইর সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ওয়ালটন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৩ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:১৭, ৩ অক্টোবর ২০২০
ডিএসইর সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ওয়ালটন

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ারের দাম ৪৩.৫৩ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন ৫৫ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানির ২ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ডিএসই এর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দাম বৃদ্ধির তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ দাম  বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটি গড়ে প্রতিদিন ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটির ১৫ কোটি ১৫ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। গড়ে প্রতিদিন ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলো হচ্ছে- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল ইসলমিক মিউচ্যুয়াল ফান্ড ও হামিদ ফেব্রিক্স।

এনটি/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়