ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ড. মোশাররফ আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৪ অক্টোবর ২০২০  
ড. মোশাররফ আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি আইডিআরএ’র সদস্য (লাইফ) হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। 

এতে বলা হয়েছে- বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) ড. এম মোশাররফ হোসেনের বর্তমান পদে নিয়োগের চুক্তি বাতিল করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ৫(২) ধারার ক্ষমতাবলে এবং ওই আইনের ৬(১) ধারা অনুসারে তাকে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী ৩  বছর মেয়াদে একই কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ১২ ধারা অনুযায়ী তার চাকরির শর্তাবলী সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।  

গত ২৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি হওয়ার দিনই তিনি আইডিআরএ’র চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন বলে আইডিআরএ সূত্রে জানা গেছে।

ড. এম মোশাররফ হোসেনের বিমা এবং মূলধন বাজারে ২৪ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।  পেশাগত জীবনে তিনি দুটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং দেশের বৃহত্তম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিওও পদে কাজ করেছেন। আইডিআরএ যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংকের সিইও ছিলেন।

ঢাকা/হাসনাত/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়