ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অপরিশোধিত ৮ কোটি টাকা ভ্যাট জমা দিলো পূবালী ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:১৭, ৮ অক্টোবর ২০২০
অপরিশোধিত ৮ কোটি টাকা ভ্যাট জমা দিলো পূবালী ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা সংস্থার বিশেষ নিরীক্ষায় উদ্ঘাটিত অপরিশোধিত ৮ কোটি টাকা ভ্যাট জমা দিয়েছে পূবালী ব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভ্যাট গোয়েন্দা জানায়, পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায় বিভিন্ন খাতে ৭.৯০ কোটি টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে। এই অনিয়মের মধ্যে রয়েছে নিয়মবহির্ভূত রেয়াত ৩৭.৪১ লক্ষ টাকা। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেওয়া হয়নি এমন ৬.০৫ কোটি টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২% হারে সুদবাবদ ১.৪৫ কোটি টাকা। ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল কর্তৃক দাবি উত্থাপনের পর্যায়ে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে। 

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে এই নিরীক্ষাটি সম্পন্ন হয়েছিল। এর আগেও পূবালী ব্যাংক ভ্যাট গোয়েন্দার নিরীক্ষণে উদ্ঘাটিত ১২.৩০ কোটি টাকার ভ্যাট সরকারি কোষাগারে পরিশোধ করেছিল।

এম এ রহমান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়