ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১০ নভেম্বর 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:৫২, ১৩ অক্টোবর ২০২০
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১০ নভেম্বর 

পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ উত্তোলনের জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

এর আগে বিএসইসির ৭৪১তম কমিশন সভায় ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকায় ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা কোম্পানিটি পুঁজিবাজার ও এফডিআরে বিনিয়োগ করবে। একইসঙ্গে আইপিও খরচ খাতে ব্যয় করবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৯২ টাকা। আর পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য রয়েছে ২৪ দশমিক ৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়