ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউসিবি ক্যাপিটালের এমডিকে শুনানিতে ডেকেছে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২৪, ১৩ অক্টোবর ২০২০
ইউসিবি ক্যাপিটালের এমডিকে শুনানিতে ডেকেছে বিএসইসি

বিনিয়োগকারীদের বিমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার ঘটনায় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশাকে শুনানির জন্য ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় তাকে এ বিষয়ে শুনানির জন্য বিএসইসির কার্যালয়ে ডাকা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বিমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পুরো শেয়ারবাজারে গুজব ছড়িয়ে পড়ে বিমা খাতের কোম্পানিতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিএসইসি। এর ফলে গত সোমবার (১২ অক্টোবর) শেয়ারবাজারে বড় নেতিবাচক প্রভাব পড়ে। এতে বিমা খাত নিয়ে এমন গুজব বাজারে ছড়ানোর পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সবাই বিমা কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এক পর্যায়ে পুরো বিমা খাতের শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশাকে শুনানির জন্য ডাকা হয়েছে। আর বিএসইসি বিমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি এবং চিন্তাভাবনাও করেনি।’

এদিকে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা রাইজিংবিডিকে বলেন, ‘বিএসইসি আমাকে শুনানিতে ডেকেছে- এ বিষয়টি আমার জানা নেই।’

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়