ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জলপিডেম ট্যাবলেট নিয়ে মার্কিন বাজারে একমি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৫ অক্টোবর ২০২০  
জলপিডেম ট্যাবলেট নিয়ে মার্কিন বাজারে একমি

দেশের বাজারে ওষুধের চাহিদা মিটিয়ে এবার মার্কিন বাজারে প্রথমবারের মতো পা রাখলো একমি ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটি জলপিডেম ট্যাবলেট নিয়ে মার্কিন বাজারে যাত্রা শুরু করলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, একমি ল্যাবরেটরিজ লিমিটেড একটি উৎপাদন চুক্তির মাধ্যমে জলপিডেম ট্যাবলেট নিয়ে ইউএস মার্কেটে যাত্রা শুরু করছে। কোম্পানিটি ৫ মিলিগ্রাম এবং ১০ মিলিগ্রামের জলপিডেম ট্যাবলেট উৎপাদন ও বাজারজাত করবে। এর মাধ্যমে প্রথম বারের মতো ওই দেশেই কোম্পানির এ ওষুধ উৎপাদন হবে সম্ভাবনাময় নতুন এ বাজারের মাধ্যমে একমি বছরে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার আয় করবে বলে আশা করছে।

আন্তর্জাতিক এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থ-এর সেন্টার ফর স্লিপ ডিসঅর্ডার্স রিসার্চের একটি জরিপ অনুযায়ী, ১০ থেকে ১৫ ভাগের বেশি মার্কিন নাগরিক ক্রনিক ইনসমনিয়ায় (অনিদ্রা) ভোগেন৷ একমির জলপিডেম অনিদ্রাজনিত সমস্যা সমাধানে কাজ করবে। যা একজন মানুষকে সহজভাবে ঘুম পাড়াতে সহায়তা করবে। 

এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়