ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইসিবির প্রভিশন সংরক্ষণ সীমার মেয়াদ বাড়লো 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৫ অক্টোবর ২০২০  
আইসিবির প্রভিশন সংরক্ষণ সীমার মেয়াদ বাড়লো 

রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রভিশন সংরক্ষণ সীমার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুঁজিবাজারে বিনিয়োগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে কমিশন থেকে আইসিবি’র আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছর পর্যন্ত সময় দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়