ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের ধারণাপত্র অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১৫ অক্টোবর ২০২০  
আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের ধারণাপত্র অনুমোদন

সরকারি সিকিউরিটিজ বিনিয়োগের উদ্দেশ্যে ‘আরবিআইএমসিকো বিজিএফআই ফান্ড’ নামে একটি স্পেশাল পার্পাস তামাদি মিউচ্যুয়াল ফান্ডের ধারণাপত্র অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির ৮০ শতাংশ সরকারি সিকিউরিটিজে এবং ২০ শতাংশ তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করবে, যা বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বর্ধিত করা যাবে।

ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্র্যাক ব্যাংক।

এনটি/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়