ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রপ্তানির নগদ সহায়তার আবেদনের সময় ৪৫ দিন বাড়লো

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২০ অক্টোবর ২০২০  
রপ্তানির নগদ সহায়তার আবেদনের সময় ৪৫ দিন বাড়লো

চলতি ২০১৯-২০ অর্থবছরের নির্ধারিত সময়ে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তার আবেদনপত্র যারা দাখিল করতে পারেননি, তাদের জন্য আরও ৪৫ দিন সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রায় নিয়োজিত সব ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, অগ্রিম রপ্তানি মূল্য প্রত্যাবাসনসহ অন্যান্য ব্যবস্থায় রপ্তানির ক্ষেত্রে যেসব রপ্তানির বিপরীতে ২০১৯-২০ অর্থবছরে নির্ধারিত সময়ে আবেদনপত্র দাখিল করা সম্ভব হয়নি, সেসব ক্ষেত্রে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।

রপ্তানি ভর্তুতি-নগদ সহায়তা সংক্রান্ত সব এফই প্রজ্ঞাপন পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়।

ঢাকা/হাসান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়