ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২১ অক্টোবর ২০২০  
এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

বুধবার (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিশন সভায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১৫০ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ২ লাখ ৯৩ হাজার ৫৬৬টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন দিয়েছে। ওই শেয়ারের মধ্যে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি সাধারণ শেয়ার নিজ নিজ বিডিং মূল্যে উপযুক্ত (যোগ্য) বিনিয়োগকারীর কাছে ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে এক্সচেঞ্জের ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের বিডিংয়ের মাধ্যমে কোম্পানির শেয়ারের কাট-অব প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (কাট-অব প্রাইস থেকে ১০ শতাংশ কমে) সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইডিওর মাধ্যমে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচখাতে ব্যয় করবে। 

কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক বিবরণী অনুযায়ী যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) দাঁড়িয়েছে ৪৫.১৫ টাকা এং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৩ টাকা। বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২১ টাকা।

গত ৬ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৭৩৪তম কমিশন সভায় কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি দেয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট।

ঢাকা/এনটি/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়