ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দরপতনের শীর্ষে সাভার রিফ্যাক্ট্ররিজ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৪ অক্টোবর ২০২০  
দরপতনের শীর্ষে সাভার রিফ্যাক্ট্ররিজ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে যেসব কোম্পানির দরপতন হয়েছে তাদের মধ্যে শীর্ষ দশটির তালিকা করেছে সংস্থাটি। এর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে সাভার রিফ্যাক্ট্ররিজের শেয়ার দর ১৮ দশমিক ২৩ শতাংশ কমেছে। পুরো সপ্তাহে কোম্পানিটির সর্বমোট ৩ কোটি ৯১ হাজার টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে কোম্পানির ৬০ লাখ ১৮ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার গত বৃহস্পতিবার সর্বশেষ ২৭৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিকে, দরপতনের দ্বিতীয় তালিকায় রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ। গেলো সপ্তাহে কোম্পানির সর্বমোট ২০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে কোম্পানির ৪ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। এছাড়া, ডিএসইতে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দরপতনের তৃতীয় স্থানে রয়েছে। গেলো সপ্তাহে কোম্পানির শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৫ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৩৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে প্রতিদিন গড়ে কোম্পানির ৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ইভিন্স টেক্সটাইল, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়