ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রিং শাইনের কারখানা বন্ধের মেয়াদ বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪১, ২৫ অক্টোবর ২০২০
রিং শাইনের কারখানা বন্ধের মেয়াদ বাড়লো

ফের কারখানা বন্ধের মেয়াদ বাড়লো পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের। কোম্পানির কারখানা বন্ধ থাকার মেয়াদ এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ানো হলো।

রোববার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল সোমবার ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
জানা গেছে, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাব, বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল ও কাঁচামাল স্বল্পতার কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে রিং শাইন।

প্রসঙ্গত, প্রথমবার গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এক মাস কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল রিং শাইন। কোম্পানিটি ২০১৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়