RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

মার্জিন ঋণের সুদ কমাতে তহবিল চেয়েছে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৩, ২৬ অক্টোবর ২০২০   আপডেট: ১২:০০, ২৬ অক্টোবর ২০২০
মার্জিন ঋণের সুদ কমাতে তহবিল চেয়েছে বিএসইসি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে স্বল্প সুদে তহবিল (ফান্ড) চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পুঁজিবাজারের উন্নয়ন বিষয়ক বৈঠকে গভর্নর ফজলে কবিরকে এ আহব্বান জানান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ সময় বৈঠকে অংশগ্রহণ করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে পুঁজিবাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে তহবিল গঠন করা, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার করে ফান্ড গঠন, পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালন করা এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাহিরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা/এনটি/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়