ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্লক মার্কেটে এশিয়া প্যাসিফিকের ৯ কোটি টাকার লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৭ অক্টোবর ২০২০  
ব্লক মার্কেটে এশিয়া প্যাসিফিকের ৯ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২৭ অক্টোবর) ৩৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ৯ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৪৭ হাজার ৩৯০টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। কোম্পানির প্রতিটি শেয়ার ৬৭ টাকায় বেচাকেনা হয়েছে। 

ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক। এ মার্কেটে কোম্পানির ৯ কোটি ২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে  সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৫৪ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৮ লাখ ৭১ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৬ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ১৮ লাখ ৪০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ৯ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ১৯ লাখ ১৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৬ লাখ ৮০ হাজার টাকার, সি পার্ল বিচের ৫ লাখ ২০ হাজার টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের ৮ লাখ ৭৭ হাজার টাকার, এবি ব্যাংকের ২৩ লাখ ৯২ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২০ লাখ ৪ হাজার টাকার, ইনটেকের ২২ লাখ ৫০ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৮০ রাখ ৭০ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ২০ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লাখ ৭৭ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৩৭ লাখ টাকার, আমান ফিডের ৬ লাখ ৫ হাজার টাকার, আমান কটনের ৭৯ লাখ ৫০ হাজার টাকার,  পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ৬৮ হাজার টাকার এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়