ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৯ অক্টোবর ২০২০  
ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সব ধরনের সূচক বেড়েছে। সূচক বাড়লেও এদিন লেনদেন কমেছে। 

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭পয়েন্ট বেড়ে  ৪ হাজার ৮৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১২ কোটি ৩ লাখ টাকা। 

এ বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩১৯ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৪ লাখ টাকা।

ঢাকা/এনএফ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়