জিরো কুপন বন্ড ছাড়বে বিডি ফিন্যান্স
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত বিডি ফিন্যান্স ফার্স্ট জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
সোমবার (২৩ নভম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ ও অর্থায়নের উৎস হিসাবে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিডি ফিন্যান্স কর্তৃপক্ষ।
বিডি ফিন্যান্স ফার্স্ট জিরো কুপন বন্ডের বৈশিষ্ট হবে নন-কনভার্টেবল, ফুলি রিডামবল, আনসিকিউরড জিরো-কুপন। বন্ডটির ইস্যু মূল্য ১০ লাখ টাকা। এ বন্ডটির মেয়াদ হবে ৩ বছর।
বন্ডটিরে ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স। ট্রাস্টি হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
ঢাকা/এনটি/ইভা