ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘ডিজিটালি ১ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৪ নভেম্বর ২০২০  
‘ডিজিটালি ১ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ ইন্টারনেট সুবিধার আওতায় কাজ করছে। এখন ডিজিটালি ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। বাংলাদেশে ই-কমার্সের ক্ষেত্রে অর্ধেক কাজ করছেন নারীরা। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ৫ দশমিক ২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।’

সোমবার (২৩ নভেম্বর) রাতে কমনওয়েলথ বিটুবি হাই লেভেল ভারচুয়াল মিটিংয়ের ওপেনিং সেশনে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আলোচ্য বিষয় ছিল ‘ডিজিটাল অ‌্যান্ড গ্রিন বিজনেস রিকভারি ইন প্রাইভেট সেক্টর।’

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ‌্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পেট্রিসিয়া স্কটল্যান্ড। সঞ্চালনা করেন লন্ডনে বাংলাদেশের রাষ্ট্র্রদূত সাইদা মুনা তাসনিম।

অনলাইনে প্যানেল আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড অ‌্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার সোরায়া হাকুজিইয়ারিমে, জ‌্যামাইকার ফরেন অ‌্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর অ‌্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ‌্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়