ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠান পরিশোধিত মূলধন বাড়াবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৫ নভেম্বর ২০২০  
মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠান পরিশোধিত মূলধন বাড়াবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলসের সহযোগী প্রতিষ্ঠান নিউ এশিয়া সিনথেটিকস লিমিটেড (এনএসএল) লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিউ এশিয়া সিনথেটিকস লিমিটেড পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ৬৬ কোটি টাকা বাড়াবে। একারণে কোম্পানিটি ৬৬ লাখ সাধারণ শেয়ার ছাড়বে। কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে অতিরিক্ত জমি ক্রয়, সহায়ক বিনিয়োগ এবং অন্যান্য কাজে ব্যয় করবে। মালেক স্পিনিংয়ের ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিউ এশিয়া সিনথেটিকসের প্রস্তাবিত মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করবে।

এছাড়া নিউ এশিয়া সিনথেটিকসের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ১৫ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকার শেয়ার মালেক স্পিনিংকে প্রস্তাব করেছে। মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠানের প্রস্তাব অনুমোদন করেছে। ফলে শেয়ারহোল্ডিংয়ের পরিমাণ অপরিবর্তিত থাকবে। অভ্যন্তরীণ ফান্ড বাড়ানোর জন্য মালেক স্পিনিং সহযোগী প্রতিষ্ঠানের প্রস্তাবিত অতিরিক্ত শেয়ার ইস্যু করবে।

সহযোগী প্রতিষ্ঠাননের প্রস্তাবিত মূলধন পুর্নগঠন এবং অতিরিক্ত জমি ক্রয় ও সহায়ক বিনিয়োগ কোম্পানির অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছে মালেক স্পিনিং।

ঢাকা/এনএফ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়