ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নরওয়ে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৫ নভেম্বর ২০২০  
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নরওয়ে

নরওয়ের বিনিয়োগকারীরা বাংলাদেশে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইসপেন রিকটার এসভেনডসেন।

বুধবার (২৫ নভেম্বর) বাণিজ‌্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ভার্চুয়াল বৈঠককালে এ আগ্রহের কথা জানান তিনি। 

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে অনেক দেশ বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। এই মুহূর্তে বিনিয়োগের জন্য বাংলাদেশ খুবই আকর্ষণীয় স্থান। নরওয়ে বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে।’

তিনি বলেন, ‘নরওয়ে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। নরওয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ার বিপুল সম্ভাবনা আছে। উভয় দেশের ব্যবসায়ীরা এ সুযোগকে কাজে লাগাতে পারে। নরওয়েতে বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি হচ্ছে। এছাড়া ওষুধ, সিরামিক পণ্য, ফার্নিচার, হিমায়িত মৎস্য, চামড়াজাত পণ্য এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির সুযোগ আছে।’

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের উন্নতিতে নরওয়ে খুশি। বাংলাদেশ-নরওয়ের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। নরওয়ে টেলিফোন খাতে বড় বিনিয়োগ করেছে। নরওয়ের বিনিয়োগকারীরা বাংলাদেশে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের তৈরী পোশাকের প্রচুর চাহিদা নরওয়েতে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া সুযোগ-সুবিধা খুবই আকর্ষণীয়। আগামীতে উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেবে। এতে উভয় দেশের সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

উল্লেখ্য, গত ২০১৯-২০২০ অর্থবছরে নরওয়েতে ৬৮.১৯ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে আমদানি করেছে ৫১.৯০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়