ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৩০ নভেম্বর ২০২০  
ব্লক মার্কেটে ১৭ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (৩০ নভেম্বর) ১৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে ব্লক মার্কেটে শীর্ষ স্থানে আছে ব্যাংক এশিয়া লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে ২ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা বার্জার পেইন্টসের। লাফার্জ হোলসিম ব্লক মার্কেটে তৃতীয় স্থানে আছে। কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে অন্য কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের ১৩ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬৯ লাখ ৮৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২০ লাখ ৮৭ হাজার টাকার, আমান ফিডের ৫ লাখ ১ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৫ লাখ ৮০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৯০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬২ লাখ ৩০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৬ লাখ ১১ হাজার টাকার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ১০ লাখ ৭৯ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৪ হাজার টাকার, নর্দার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ৬০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫৭ হাজার টাকার,  রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৩ লাখ ৮৭ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, বঙ্গজের ২৪ লাখ ৭০ হাজার টাকার, বিবিএস কেবলসের ৫ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ২২ লাখ ৮ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১৬ লাখ ৬৫ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ৩৪ লাখ ১৯ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৩ লাখ ৮৪ হাজার টাকার,  আইএফআইসি ব্যাংকের ১৭ লাখ ৮২ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৫২ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ ১৫ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৬৯ লাখ ৩৭ হাজার টাকার,  অলিম্পিকের ২১ লাখ ৫ হাজার টাকার,প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯ লাখ ৪৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কাটি ৪ লাখ ৭৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৩ লাখ ৩৬ হাজার টাকার এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়