ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাইম ব্যাংকের আন্তঃব্যাংক ব্লকচেইন এলসি লেনদেন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ২ ডিসেম্বর ২০২০  
প্রাইম ব্যাংকের আন্তঃব্যাংক ব্লকচেইন এলসি লেনদেন

প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আন্তঃব্যাংক ব্লকচেইন ঋণপত্র (এলসি) লেনদেন সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক। 

বুধবার (২ ডিসেম্বর) ডিজিটাল মাধ্যমে পরিচালিত হওয়ায় এলসি লেনদেনটি দ্রুততা, কার্যকারিতা ও ব্যয় সাশ্রয়ীভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

এইচএসবিসি বাংলাদেশ-এর মাধ্যমে লেনদেনটি করা হয়। এইচএসবিসি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ব্লকচেইন এলসি সম্পন্ন করে। 

বিশ্বখ্যাত ট্রেড ফাইন্যান্স ব্লকচেইন নেটওয়ার্ক কনটোর এর নেটওয়ার্ট ব্যবহার করে অনন্ত গ্রুপ (Group) তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সংগ্রহের জন্য প্রাইম ব্যাংক এ একটি ঋণপত্র খোলে। এইচএসবিসি বাংলাদেশ এর গ্রাহক তামিসনা গ্রুপ থেকে এই কাঁচামাল সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় এই পাইলট লেনদেনটি সম্পন্ন হয়।

প্রারম্ভিক আলোচনা, আমদানিকারক ও বেনিফিসিয়ারির ঋণপত্রের খসড়া তৈরি, অনুমোদন, ঋণপত্র ইস্যু করা, দলিলাদি উপস্থাপনসহ পুরো প্রক্রিয়াটি কনটোর-এর নেটওয়ার্কে ডিজিটালি সম্পন্ন করা হয়। 

এ লেনদেনে কোন কাগজপত্র ও ব্র্যাঞ্চে যাওয়ার প্রয়োজন হয়নি। ক্রেতা, ব্যাংক ও বেনিফিসিয়ারি কনটোরের নিটওয়ার্কে লগইন করে পুরো প্রক্রিয়াটি সম্পাদন করে।

ঢাকা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়