ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রবি আজিয়াটার আইপিওর লটারি ১০ ডিসেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৩ ডিসেম্বর ২০২০  
রবি আজিয়াটার আইপিওর লটারি ১০ ডিসেম্বর

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় থাকা বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে ড্র অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কোম্পানিসূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আইপিও আবেদন গত ১৭ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হয়েছে। চাহিদার বিপরীতে অনেক বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেওয়া হবে বিনিয়োগকারীদের। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় ররির আইপিও অনুমোদন দেয়।

জানা গেছে, রবি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করবে।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থের মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে রবি।

৩১ ডিসেম্বর, ২০১৯ সালের সমাপ্ত হিসাব বছরে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী মূল্যায়ন ছাড়া কোম্পানির নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১২ টাকা ৬৪ পয়সা এবং শেয়ার প্রতি আয় ৪ পয়সা।  বিগত ৫টি নিরীক্ষিত বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ১৩ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়