ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেয়ার দর বাড়ার শীর্ষে ইউনিলিভার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৫ ডিসেম্বর ২০২০  
শেয়ার দর বাড়ার শীর্ষে ইউনিলিভার

দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আলোচ্য সময়ে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের। কোম্পানির শেয়ার দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় শীর্ষে ওঠে এসেছে।

শনিবার (৫ ডিসেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে ইউনিলিভিার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার দর ২৭.৬২ শতাংশ বেড়েছে।  কোম্পানির ১৭ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন হয়েছে।  কোম্পানির শেয়ার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকা।

ডিএসইতে দর বাড়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।  কোম্পানির শেয়ার দর গেলো সপ্তাহে ২২ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির ৩৭ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে।  কোম্পানির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পেনিনসুলা চিটাগাং। কোম্পানির শেয়ার দর ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।  আলোচ্য সময়ে কোম্পানির ২১ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, নাভানা সিএনজি এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়