ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ন্যাশনাল পলিমারের দর পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১০ জানুয়ারি ২০২১  
ন্যাশনাল পলিমারের দর পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দরপতন হয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২০ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

রোববার (১০ জানুয়ারি ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ন্যাশনাল পলিমার সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে একটিভ ফাইন কেমিক্যাল। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন।  কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-পলিমার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাটিকস লিমিটিড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়