ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্লক মার্কেটে ২৮ কোটি ১৬ লাখ টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১০ জানুয়ারি ২০২১  
ব্লক মার্কেটে ২৮ কোটি ১৬ লাখ টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রোববার (১০ জানুয়ারি) ব্লক মার্কেটে ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইস্টার্ন কেবলস লিমিটেডের ৭ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসএস স্টিল। কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে ৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে আছে বেক্সিমকো ফার্মা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৭৬ হাজার টাকার, ফিনিক্স ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬২ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ৪২ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১৫ লাখ ৪৫ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২০ লাখ ৪৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮৫ লাখ ২৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৮ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২০ লাখ ৩০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৩ লাখ ৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ২৫ লাখ ৫০ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৪ লাখ ৬০ হাজার টাকার, রবি আজিয়াটার ১ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৯২ লাখ ৫৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৬৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ১৬ হাজার টাকার এবং আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়