ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইর মোবাইল অ্যাপে ট্রেডিংয়ে নতুন সময়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১০ জানুয়ারি ২০২১  
ডিএসইর মোবাইল অ্যাপে ট্রেডিংয়ে নতুন সময়

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেডিংয়ে নতুন সময় নির্ধারণ করেছে। সে অনুযায়ী সকাল সোয়া ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোবাইল অ্যাপে ডিএসইতে ট্রেডিং চালু থাকবে৷

রোববার (১০ জানুয়ারি) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) সক্ষমতা বৃদ্ধির জন্য আগামী তিন সপ্তাহ (১১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি) মোবাইল অ্যাপের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।  এ কারণে মোবাইল অ্যাপের ট্রেডিংয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।  নতুন সময় অনুযায়ী ডিএসইর মোবাইল অ্যাপের মাধ্যমে সকাল সোয়া ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ট্রেডিং করা যাবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে পূর্বের নিয়মে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিএসইর ট্রেডিং সেবা চালু হবে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়