ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দর পতনের শীর্ষে সোনালী আঁশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১১ জানুয়ারি ২০২১  
দর পতনের শীর্ষে সোনালী আঁশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১১ জানুয়ারি) সোনালী আঁশের শেয়ারের দর পতন হয়েছে। এদিন আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৫ শতাংশ দর কমে লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোনালী আঁশের শেয়ার সর্বশেষ ৫৬১ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে অলিম্পিক এক্সেসোরিজ। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।

আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩২ শতাংশ কমে দর পতনে তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, প্রাইম ব্যাংক, ইয়াকিন পলিমার, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, জাহিনটেক্স, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এনএফ/বকুল     

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়