ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বাণিজ্য জটিলতা দূর করতে উদ্যোগ নেবে বাংলাদেশ-ভারত’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১১ জানুয়ারি ২০২১  
‘বাণিজ্য জটিলতা দূর করতে উদ্যোগ নেবে বাংলাদেশ-ভারত’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ‌্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আছে। উভয় দেশের বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বাধাগুলো দূর করে উভয় দেশের মধ‌্যে বাণিজ্য বাড়ানো সম্ভব।’

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নিজ অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ‌্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘ভারতের সঙ্গে শুল্ক বাধাগুলো নিয়ে আলোচনা করা যায়। উভয় দেশের সীমান্তে  কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি করে বাণিজ্য বাড়ানো সম্ভব। এজন্য উভয় দেশকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য জটিলতা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’

বাণিজ্যমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের প্রশংসা করে বলেন, ‘আলোচনার মাধ্যমে বিরাজমান সমস্যাগুলো আগেই সমাধান করা যেত। প্রয়োজনীয় উদ্যোগের অভাবে তা সম্ভব হয়নি। নতুন করে আলোচনা শুরুর সুযোগ এসেছে। এখন সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।’

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। এ ক্ষেত্রে কিছু জটিলতা আছে। আলোচনার মাধমে এসব সমস্যা দূর করা সম্ভব। রামগড় সীমান্তে ব্রিজ নির্মাণের ফলে উভয় দেশের মধ‌্যে আমদানি ও রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কাস্টমস হাউজ ও ইমিগ্রেশন ব্যবস্থা চালু করে কার্যক্রম চালু করা সম্ভব। এতে ত্রিপুরাসহ এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। সীমান্তে কাস্টমসের আনুষ্ঠানিকতা সহজ করতে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়