ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৩ জানুয়ারি বিচ হ্যাচারির স্পট মার্কেটে লেনদেন শুরু 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১২ জানুয়ারি ২০২১  
১৩ জানুয়ারি বিচ হ্যাচারির স্পট মার্কেটে লেনদেন শুরু 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারির শেয়ারের লেনদেন বুধবার (১৩ জানুয়ারি) থেকে স্পট মার্কেটে শুরু হবে। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন করবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির শেয়ার লেনদেন বুধবার (১৩ জানুয়ারি) থেকে রোববার (১৭ জানুয়ারি) পর্যন্ত স্পট মার্কেটে চলবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে সোমবার (১৮ জানুয়ারি) কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) থেকে আবার যথারীতি শেয়ার লেনদেন শুরু হবে। 

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিচ হ্যাচারি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। 


 

এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়