ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রবিসহ ৩ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১২ জানুয়ারি ২০২১  
রবিসহ ৩ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। কোম্পানি তিনটি হলো- রবি আজিয়াটা, অলটেক্স ও বিবিএস কেবলস।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ডিএসইতে লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে সার্কিট ব্রেকারের মূল্য স্পর্শ করছে। কোম্পানিগুলোর শেয়ারে বিক্রেতা শূন্য হয়ে পড়ে।


রবি আজিয়াটা
সোমবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৫০ টাকা। মঙ্গলবার লেনদেন শুরু হয় ৬৩.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.২০ টাকায়। অর্থাৎ শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

অলটেক্স
সোমবার অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হয় ১১.৮০ টাকায়। সর্বশেষ লেনদেন হয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

বিবিএস কেবলস
সোমবার বিবিএস কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৮০ টাকা। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হয় ৫৮.৩০ টাকায়। সর্বশেষ লেনদেন হয়েছে ৬৩.৫০ টাকায়। অর্থাৎ শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

 

এনটি/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়