ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১২ জানুয়ারি ২০২১  
দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স

করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১৫ কোটি ইউরো ঋণ দিচ্ছ ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্সি ফ্রান্সেস ডেভেলপমেন্ট (এএফডি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫০২ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, এ ঋণের টাকা যেকোনো খাতে খরচ করতে পারবে বাংলাদেশ সরকার।

ইআরডি’র সূত্র জানিয়েছে, এ ঋণের সুদের হার হবে দেড় শতাংশ। ঋণের অর্থ করোনার মোকাবিলায় টিকা আমদানিসহ নানা খাতে ব‌্যয় করা হবে।

এ ঋণের বিষয়ে খুব শিগগির এএফডির সঙ্গে চুক্তি হবে। আগামী এপ্রিলের মধ্যে ঋণের অর্থ ছাড় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

করোনা মহামারির কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপর্যস্ত হয়েছে। তাই অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার প্রণোদনা প‌্যাকেজ ঘোষণা করেছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে প্যাকেজের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশের বেশি, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপি বিবেচনায় সর্বোচ্চ।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়