ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিলো বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:১৭, ১৩ জানুয়ারি ২০২১
মার্জিন ঋণের সুদের হার বেঁধে দিলো বিএসইসি

মার্জিন ঋণের সুদের হার ১২ শতাংশ বেঁধে দিলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

বুধবার (১৩ জানুয়ারি) ঋণের সুদ হার বেঁধে দিয়েছে কমিশন।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক (পোর্ট ফোলিও ম্যানেজার) নির্ধারিত মার্জিন ঋণের  বিপরীতে গ্রাহকের কাছ থেকে কস্ট অব ফান্ডের সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে। কিন্তু কোনোভাবেই মার্জিনের সুদ ১২ শতাংশের বেশি হবে না।

ঢাকা/এনএফ/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়