ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্টক এক্সচেঞ্জের তদন্তে নির্দেশনায় বিএসইসির স্থগিতাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৩ জানুয়ারি ২০২১  
স্টক এক্সচেঞ্জের তদন্তে নির্দেশনায় বিএসইসির স্থগিতাদেশ

তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অস্বাভাবিক উত্থান-পতন তদন্তের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে দেওয়া নির্দেশনার ওপর স্থগিতাদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিএসইসির জারি করা চিঠির কার্যকারিতা বাতিল করা হলো।

বুধবার (১৩ জানুয়ারি) শেয়ারের অস্বাভাবিক উত্থান-পতন তদন্তের স্থগিতাদেশের চিঠি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) বিএসইসি ৪টি বিষয়ে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম উত্থান-পতনের বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে তদন্তের নির্দেশ দিয়েছিল বিএসইসি।  এর মধ্যে বিগত ৩০ কার্যদিবস বা কম সময়ের মধ্যে যদি কোনো কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ বাড়ে বা কমে, তার কারণ খতিয়ে দেখতে বলা হয়েছিল।  এজন্য বিএসইসির অনুমোদন লাগবে না এবং যখনই কোনো কোম্পানির ক্ষেত্রে এমনটি হবে, তখনই তদন্ত করতে পারবে বলে জানানো হয়েছিল।

এছাড়া বিএসইসির চিঠিতে কোনো কোম্পানির গড় লেনদেনের পরিমাণ আগের ৬ মাসের গড় লেনদেনের চেয়ে ৫ গুণের বেশি বাড়লে, কোন কোম্পানির বার্ষিক বা প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশের বেশি উত্থান-পতন হলে এবং মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের আগের ১০ কার্যদিবসে কোন কোম্পানির দাম ও লেনদেন ৩০ শতাংশের কম-বেশি হলে, সেসব কোম্পানির বিষয়েও তদন্ত করতে বলা হয়েছিল।

বিএসইসির ওই তদন্তের নির্দেশের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার শেয়ারবাজারে বড় পতন ঘটে।  বিনিয়োগকারীদের এই আতঙ্কের কারণে বিএসইসি মঙ্গলবারের নির্দেশনা স্থগিত করেছে।

তবে কমিশনের মতে, এ নির্দেশনা জারি করার ফলে স্টক এক্সচেঞ্জের সক্ষমতা বাড়বে। পাশাপাশি কোম্পানিগুলোও বুঝতে পারবে, তাদের শেয়ারের দাম অস্বাভাবিক অবস্থায় যাচ্ছে কি না। পাশাপাশি শেয়ারের দাম অস্বাভাবিক অবস্থায় চলে গেলে করণীয় নির্ধারণে স্টক এক্সচেঞ্জ নিজ উদ‌্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে কোম্পোনিগুলো আরও সচেতন হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে শেয়ারবাজারের ওপর।

তানিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়