ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেক্সিমকোর ১৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৪ জানুয়ারি ২০২১  
বেক্সিমকোর ১৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ স্থান দখল করেছে বেক্সিমকো। কোম্পানিটির ১৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বেক্সিমকোর শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে একই গ্রুপের বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ১২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯৭ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে।

রবি আজিয়াটা তৃতীয় স্থানে আছে। রবির শেয়ার সর্বশেষ ৭০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির ৯৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকায় আরও আছে—সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, পাওয়ার গ্রিড, লংকাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, সাইফ পাওয়ারটেক, বিডি ফাইন্যান্স, আইডিএলসি, ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক‌্যাবল, এসএস স্টিল ও একটিভ ফাইন কেমিক্যাল।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়