ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ লাইন ক্লোথিংসের মুনাফা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১৭ জানুয়ারি ২০২১  
নিউ লাইন ক্লোথিংসের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৪৭ টাকা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৮৯ টাকা।

আলোচ্য হিসাব বছরের দুই প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ছিল ০.৪ টাকা। আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.৭৩ টাকা।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৭৭ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়