ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৭ জানুয়ারি ২০২১  
দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৭ জানুয়ারি) সবচেয়ে বেশি দরপতন হয়েছে জুট স্পিনার্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ কমে ডিএসইতে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

১০৪ টাকা ৫০ পয়সায় জুট স্পিনার্সের মোট ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। সর্বশেষ ৭৮ টাকা ৭০ পয়সায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির মোট ১৯০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড দর পতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। ফান্ডটির প্রতি ইউনিট ২৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, ইমাম বাটন, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড ও এএফসি অ‌্যাগ্রো।
 

  ঢাকা/এনএফ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়