ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচকে পতন লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৮ জানুয়ারি ২০২১  
সূচকে পতন লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবার (১৮ জানুয়ারি) সূচকের পতন হয়েছে। এদিন লেনদেনও প্রায় অর্ধেকে নেমেছে।  কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ২৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬২টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১০৪ পয়েন্ট কমে ১০ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৫ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪৩ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৪ লাখ টাকা।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়