ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আয় কমেছে এনার্জিপ্যাকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৮, ১৯ জানুয়ারি ২০২১  
আয় কমেছে এনার্জিপ্যাকের

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ‌্য প্রান্তিকে কোম্পানির আয় কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে সাবসিডিয়ারি কোম্পানিসহ এনার্জিপ্যাকের মুনাফা হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা বা শেয়ারপ্রতি আয় ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮৮ পয়সা।

কোম্পানিটির গত বছরের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৫০.৪৩ টাকায়। আইপিও শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭.৬৪ টাকা।

এনএফ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়