ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এনার্জিপ্যাক শেয়ারের বিক্রেতা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৯ জানুয়ারি ২০২১  
এনার্জিপ্যাক শেয়ারের বিক্রেতা নেই

শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিনই বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারে বিক্রেতা নেই।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ বৃদ্ধিতেও বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিতে আগ্রহ দেখা যায়নি। 

তথ্য মতে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত এনার্জিপ্যাক পাওয়ারের ডিএসই ও সিএসইতে ট্রেডিং কোড হলো- ‘EPGL’। ডিএসইতে কোম্পানির কোড- ১৫৩২২ এবং সিএসইতে কোম্পানির কোড- ২০০২২।

৩১ টাকা দরে লেনদেনে আসা এনার্জিপ্যাকের মঙ্গলবার ১ হাওলায় মাত্র ৫টি শেয়ার সর্বোচ্চ ৪৬.৫০ টাকায় লেনদেন হয়েছে। তবে এই দরে কোম্পানির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও কোনো বিক্রেতা নেই। 

এদিন বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত কোম্পানির শেয়ার ৪৬.৫০ টাকা করে ৩ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৩৭৯টি শেয়ার কিনতে ক্রয়াদেশ দিয়েছেন বিনিয়োগকারীরা।

কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি সাধারণ শেয়ার ৩১ টাকা মূল্যে (প্রান্ত সীমা থেকে ১০ শতাংশ বাট্টায়) ইস্যু করে। কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার ইস্যুর মাধ্যমে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা উত্তোলন করে।

এর আগে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণ করে।  যোগ্য বিনিয়োগকারীদের কাছে এ দরে ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি ইস্যু মাধ্যমে ৭০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ৮১০ টাকা উত্তোলন করে।

প্রসঙ্গত, এনার্জিপ্যাকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯০.১৬ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৫৪.১৩ শতাংশ। বাকি ৪৫.৮৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের।

তানিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়