ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সূচকের মিশ্র প্রতিক্রিয়া লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৯ জানুয়ারি ২০২১  
সূচকের মিশ্র প্রতিক্রিয়া লেনদেন কমেছে

সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৯০ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।  সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮৫ লাখ টাকা।
 

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়