ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দর পতনের শীর্ষে পদ্মা অয়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৯ জানুয়ারি ২০২১  
দর পতনের শীর্ষে পদ্মা অয়েল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৯ জানুয়ারি) দর পতনের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে পদ্মা অয়েল লিমিটেড।  কোম্পানির দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ার সর্বশেষ ২০৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন‌্যাশনাল ব্যাংক দর পতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডেসকো, জিলবাংলা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ও লাফার্জহোলসিম লিমিটেড।

 

ঢাকা/এনএফ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়