ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিং শাইনের কারখানা ২৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২০ জানুয়ারি ২০২১  
রিং শাইনের কারখানা ২৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ তাদের কারখানা বন্ধের সময় আরও ৩০ দিন বাড়িয়েছে।  কোম্পানির চতুর্থ দফায় গত ২৫ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত কারখানা বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির কারখানা তৃতীয় দফায় ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এবং প্রথম দফায় ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এক মাস করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি জানিয়েছে, বৈশ্বয়িক মহামারি কোভিড-১৯ এর কারণে বিদেশি ক্রেতা কমে গেছে এবং দেশের ইপিজেড থেকে আমদানিকরা কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে। ফলে কোম্পানির পরিচালনা পর্ষদ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তানিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়