ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২০ জানুয়ারি ২০২১  
পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজারে বুধবার (২০ জানুয়ারি) সূচকের পাশাপাশি লেনদেন কিছুটা বেড়েছে। এদিন বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২১ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৮ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২১ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৭ লাখ টাকা।

নাজমুল/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়