ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেব্রুয়ারিতে একীভূত হচ্ছে বিএসআরএম ও বিএসআরএম স্টিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ২১ জানুয়ারি ২০২১  
ফেব্রুয়ারিতে একীভূত হচ্ছে বিএসআরএম ও বিএসআরএম স্টিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এবং বিএসআরএম স্টিল মিলস একীভূত হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি কোম্পানি দুটি একীভূত হবে।

বুধবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের ৪২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসআরএম ও বিএসআরএম স্টিল মিলস সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিএসআরএম ও বিএসআরএম স্টিল মিলসের পরিচালনা পর্ষদ একীভূতকরণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুসারে, বিএসআরএম স্টিল মিলস তার প্যারেন্ট কোম্পানি বিএসআরএমের সঙ্গে একীভূত হবে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ বিষয়ে সম্মতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট কোম্পানি দুটিকে একীভূত হওয়ার অনুমতি দেয়। পরবর্তীতে শেয়ারহোল্ডারদের সম্মতি জানাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানি দুটি। এর প্রেক্ষিত বুধবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় ১ ফেব্রুয়ারি একীভূতকরণের বিষয়টি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনটি/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়